বিপিএল সরাসরি দেখা যাবে নতুন এক টিভি চ্যানেলে
logo
ঢাকা, মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বিপিএল সরাসরি দেখা যাবে নতুন এক টিভি চ্যানেলে

স্পোর্টস ডেস্ক
ডিসেম্বর ৩০, ২০২২ ১১:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

প্রথমবারের মতো বিপিএল সরাসরি সম্প্রচার করবে বেসরকারি এই টিভি চ্যানেল। 

আগামী ২ মাস বাংলাদেশ দলের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা নেই। তাই বলে বেকার সময় কাটবে, এমনটি ভাবা ভুল! খেলোয়াড় থেকে সমর্থক- সবাই-ই বুঁদ হয়ে থাকবেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে।

আগামী ৬ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিপিএলে দর্শকদের প্রবেশাধিকার তো থাকছেই, খেলা দেখা যাবে টিভি পর্দা আর ইন্টারনেটের মাধ্যমেও। বিগত আসরগুলো টি স্পোর্টস ও জিটিভির পর্দায় সম্প্রচার করা হলেও এবার বিপিএলের টিভি স্বত্ব কিনেছে নতুন এক টিভি চ্যানেল।

বাংলাদেশের কয়েকটি সিরিজ সম্প্রচার করা বেসরকারি টিভি চ্যানেল নাগরিক টিভি এবার বিপিএলের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে। এছাড়া অনলাইনে খেলা দেখা যাবে দারাজ অ্যাপে।

বিপিএলের এবারের আসরে অংশ নিচ্ছে ৭টি ফ্র‍্যাঞ্চাইজি। কয়েক বছর পর টুর্নামেন্টটিকে ঢেলে সাজাতে চেষ্টার কমতি নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। এবার প্রত্যেক ফ্র‍্যাঞ্চাইজির সাথে ৩ বছরের জন্য চুক্তি করা হয়েছে। এতে ফ্র‍্যাঞ্চাইজি ক্রিকেটের স্বাদও ফিরবে বাংলাদেশের জনপ্রিয় এই টুর্নামেন্টে।

যদিও বিপিএল চলাকালে মাঠে গড়াবে দক্ষিণ আফ্রিকার এসএ-২০ ও সংযুক্ত আরব আমিরাতের আইএলটি-২০। তবে ফাঁকা সময় আছে এমন ক্রিকেটারদের নিয়ে বিপিএল ফ্র‍্যাঞ্চাইজিরা এবার শক্তিশালী দল গঠন করেছে। যার যার সামর্থ্য ও শক্তি নিয়ে আগামী ৬ জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৭ দলের মাঠের লড়াই।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।