বিয়ে দিতে রাজি না হওয়ায় কুমিল্লায় স্কুলছাত্রীর আত্মহত্যা
logo
ঢাকা, বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বিয়ে দিতে রাজি না হওয়ায় কুমিল্লায় স্কুলছাত্রীর আত্মহত্যা

জেলা প্রতিনিধি | দৈনিক বিবর্তন
নভেম্বর ২৩, ২০২০ ১০:২১ পূর্বাহ্ণ
Link Copied!

বিয়ে দিতে রাজি না হওয়ায় কুমিল্লার মনোহরগঞ্জে শাহিনুর আক্তার নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। শনিবার সন্ধ্যায় ওই স্কুলছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

শাহিনুর মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া গ্রামের ব্রিজের পশ্চিমপাড়ার শাহজাহানের মেয়ে। সে মৈশাতুয়া ইউনিয়নের আমতলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

নিহতের পরিবারের সদস্যরা জানান, শনিবার বিকালে শাহিনুরকে ঘরে রেখে তার বাবা-মা ডাক্তারের কাছে চিকিৎসা নিতে যান। এ সময় বাড়িতে কেউ না থাকায় নিজ ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় শাহিনুর। সন্ধ্যার পর তার বাবা-মা বাড়িতে এসে শাহিনুরকে ডাকাডাকি করেন। পরে ঘরের দরজা ভেঙে শাহিনুরের লাশ উদ্ধার করে তার পরিবার।

স্থানীয়রা জানায়, শাহিনুরের সঙ্গে একই গ্রামের রতন মিয়ার ছেলে কিরণের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত কয়েক দিন আগে তারা বিয়ের সিদ্ধান্ত নেয়। শাহিনুর বিষয়টি তার পরিবারকে জানালে তারা অস্বীকৃতি জানায়। ধারণা করা হচ্ছে, বিয়েতে রাজি না হওয়ায় শাহিনুর আত্মহত্যা করেছে।

মনোহরগঞ্জ থানার ওসি মেজবা উদ্দীন ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।