ভিডিও ধারণের পর ব্লাকমেইল করে ধর্ষণ, খুলনায় দেবর আটক
logo
ঢাকা, মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ভিডিও ধারণের পর ব্লাকমেইল করে ধর্ষণ, খুলনায় দেবর আটক

স্টাফ রিপোর্টার | দৈনিক বিবর্তন
মার্চ ৫, ২০২১ ৮:০১ পূর্বাহ্ণ
Link Copied!

মোবাইলে আপত্তিকর ছবি ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে খুলনার পাইকগাছায় ভাবিকে ধর্ষণের অভিযোগে এক দেবরকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত দেবরের নাম সমীরণ মণ্ডল (৩০)।

মামলার এজাহারে বলা হয়েছে, উপজেলার মুনকিয়া গ্রামের সমীরণ মণ্ডল দীর্ঘদিন ধরে তার ভাবিকে ধর্ষণ করে আসছে। ভাই বাড়িতে না থাকার সুযোগে ভাবির ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখান সমীরণ মণ্ডল। এভাবে সে তার ভাবিকে একাধিকবার ধর্ষণ করে।

পরে বুধবার (৩ মার্চ) পাইকগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি আইনে মামলা করেন ভিকটিম নারী। মামলার পরে পুলিশ অভিযুক্ত সমীরণ মণ্ডলকে গ্রেপ্তার করে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।