দীর্ঘদিন পর দেশে ঢুকলো ৪২২ টন ভারতীয় পেঁয়াজ
logo
ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দীর্ঘদিন পর দেশে ঢুকলো ৪২২ টন ভারতীয় পেঁয়াজ

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২, ২০২১ ১০:০৮ অপরাহ্ণ
Link Copied!

ভারত সরকারের রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সাতক্ষীরার ভোমরা ও দিনাজপুরের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে দেশে ঢুকতে শুরু করেছে পেঁয়াজবাহী ট্রাক। শনিবার (২ জানুয়ারি) প্রথম দিনেই ভোমরা স্থলবন্দর দিয়ে ২৪২ টন পেঁয়াজ বাংলাদেশে ঢুকেছে।

ভোমরা স্থলবন্দরের কাস্টমস সূত্রে জানা যায়, বন্দরের বিপরীতে ভারতীয় ঘোজাডাঙ্গা এলাকায় এখনও পেঁয়াজবাহী ২০-২৫টি ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে। দীর্ঘদিন পর পেঁয়াজ আমদানির মধ্যদিয়ে ভোমরা স্থলবন্দরে কর্মচাঞ্চল্য ফিরেছে।

একই চিত্র দেখা গেছে দিনাজপুরের সোনা মসজিদ স্থলবন্দরে। শনিবার সোনা মসজিদ বন্দর দিয়ে ৭টি ট্রাকের মাধ্যমে দেশে ঢুকেছে ১৮০ টন পেঁয়াজ।

ভোমরা ও সোনা মসজিদ স্থলবন্দরের আমদানিকারকরা জানিয়েছেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর ভারত থেকে পেঁয়াজ আসতে শুরু করেছে। ফলে দেশের পেঁয়াজের বাজারে দ্রæতই স্বস্তি ফিরবে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।