মগবাজারে বিস্ফোরণ ঘটনায় আরও একজনের মৃত্যু
logo
ঢাকা, বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মগবাজারে বিস্ফোরণ ঘটনায় আরও একজনের মৃত্যু

স্পোর্টস করেসপন্ডেন্ট
জুলাই ১, ২০২১ ১১:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা: মগবাজারে বিস্ফোরণের ঘটনায় নুরুন্নবী মণ্ডল (৩৫) নামের আরও একজন মারা গেছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১০ জনে।

আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।

নুরুন্নবীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল। তিনি বলেন, নুরুন্নবীর শরীরে ৯০ শতাংশ দগ্ধ ছিল এবং শরীরে গ্লাসের কাটা চিহ্ন ছিল। বর্তমানে বার্ন ইনস্টিটিউটে আরও তিনজন ভর্তি আছে। এর মধ্যে রাসেল নামের এক জনের অবস্থা আশঙ্কাজনক। একই ঘটনায় ঢাকা মেডিকেলে আরও তিনজন চিকিৎসাধীন রয়েছে।

মৃত নুরুন্নবীর স্ত্রী পপি আক্তার জানায়, তাদের বাড়ি রাজবাড়ি জেলার পাংশা উপজেলার হাবাসপুর গ্রামে। নুরুন্নবীর বাবার নাম ইসলাম মণ্ডল। তাঁর স্বামী ঢাকায় ভ্যান চালাতো। থাকতো হাতিরপুল বাটা সিগন্যাল মোড়ে একটি ম্যাসে। পপি এক ছেলেকে নিয়ে গ্রামে থাকতো। স্বামীর দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনার পরদিন ঢাকায় আসে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।