কোটচাঁদপুর ঋণগ্রস্থ দিন মজুরের আত্মহত্যা
logo
ঢাকা, মঙ্গলবার, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কোটচাঁদপুর ঋণগ্রস্থ দিন মজুরের আত্মহত্যা

আব্বাস আলী | ঝিনাইদহ জেলা প্রতিনিধি
মার্চ ২৫, ২০২১ ১০:০০ পূর্বাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাবদারপুর গ্রামে ঋণগ্রস্থ হয়ে শুকুর আলী (৪৮) নামে এক দিন মজুর আত্মহত্যা করেছে। নিহত শুকুর আলী ওই গ্রামের মৃত কেরামত আলীর ছেলে। আজ (২৫শে মার্চ ২০২১) বুধবার সকালে উপজেলার সাফদারপুর ইউনিয়নের বলরামনগর গ্রাম থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ঘটনার বিবরনে প্রকাশ, গত সোমবার ঋণের দায়ে হতাশাগ্রস্থ হয়ে শুকুর আলী আত্মহত্যার জন্য কিটনাশক পান করে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। গত মঙ্গলবার রাতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে সাফদারপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এস.আই অজিয়ার রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়। এঘটনায় কোটচাঁদপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।