মহেশপুরে কর্মহীন ভ্যান চালকদের মাঝে খাদ্য বিতরন
logo
ঢাকা, মঙ্গলবার, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মহেশপুরে কর্মহীন ভ্যান চালকদের মাঝে খাদ্য বিতরন

আব্বাস আলী, ঝিনাইদহ
আগস্ট ৩, ২০২১ ৯:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ মহেশপুর পৌরসভার উদ্যোগে মহামারী করোনা ভাইরাসের কারনে কর্মহীন ভ্যান চালকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। গতকাল সোমবার সকালে জেলা পরিষদ অডিটরিয়ামে এই আয়োজন করা হয়।

মহেশপুর পৌরসভার মেয়র আব্দুর রশিদ খাঁনের সভাপতিত্বে বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র রুহুল আমিন মিন্টুসহ অন্যান্য কাউন্সিলরগন। মেয়র আব্দুর রশিদ খাঁন জানান, ১,২ ও ৩ নং ওয়ার্ডে ২শ পরিবারের মাঝে চাল, ডাল ও আলু দেওয়া হয়। মোট ৭শ পরিবারকে সরকারি বরাদ্দ থেকে এই খাদ্য সহায়তা প্রদান করা হবে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।