মহেশপুরে গলায় ওড়নার ফাঁসে চিকিৎসাধীন অবস্থায় ছাত্রীর মৃত্যু
logo
ঢাকা, বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মহেশপুরে গলায় ওড়নার ফাঁসে চিকিৎসাধীন অবস্থায় ছাত্রীর মৃত্যু

আব্বাস আলী | ঝিনাইদহ জেলা প্রতিনিধি
এপ্রিল ১, ২০২১ ৯:৫১ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের মহেশপুরে গলায় ওরনার ফাঁস লেগে ১২ দিন পর যশোর সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু বরণ করল মহেশপুর বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী তিন্নি। সে মহেশপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের হঠাৎ পাড়ার বাসিন্দা।

মহেশপুর হাসপাতালের পিছনে হঠাৎ পাড়ার বাসিন্দা সুফিয়ার মেয়ে তিন্নি (১৪) গত ১৮ই মার্চ ২০২১ ইং তারিখে সকালে ভ্যান যোগে যাওয়ার সময় গলায় ওড়না জড়িয়ে গলায় ফাঁস লেগে মারাত্বক জখম হয়। তাৎক্ষণিক ভাবে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার করে সেখানে কিছুটা সুস্থতা অনুভব করলে আবারো মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। এখানে তার অবস্থা অবনতি দেখা দেওয়ায় গত ৩১ ই মার্চ যশোর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় আজ ১ লা এপ্রিল বিকাল ৪.০০ ঘটিকায় সে মৃত্যু বরণ করে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।