মহেশপুরে যৌতুকের জন্য স্ত্রীকে ঝলসে দেওয়ার অভিযোগ
logo
ঢাকা, মঙ্গলবার, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মহেশপুরে যৌতুকের জন্য স্ত্রীকে ঝলসে দেওয়ার অভিযোগ

আব্বাস আলী, ঝিনাইদহ
আগস্ট ২৭, ২০২১ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের মহেশপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে গরম পানি দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার রাখালভোগা গ্রামে এ ঘটনা ঘটেছে। এঘটনায় স্ত্রী নাজমা বাদী হয়ে স্বামী মফিজ উদ্দিনকে আসামি করে আজ শুক্রবার সকালে মহেশপুর থানায় অভিযোগ দায়ের করেছে।

এলাকাবাসী সূূত্রে জানা গেছে, রাখালভোগা গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে মফিজ উদ্দিন(৪৫) পার্শ্ববর্তী জীবননগর উপজেলার রায়পুর গ্রামের আবু তাহেরের মেয়ে নাজমা খাতুন(৩৩)কে ৪ বছর পূর্বে তার প্রথম স্বামীর কাছ থেকে বিভিন্ন মিথ্যা নানা রকম প্রলোভন দেখিয়ে ও ফুঁসলিয়ে বিয়ে করে। বিয়ের পর মফিজ নিজের স্বার্থে তার স্ত্রী নাজমাকে বিদেশে পাঠিয়ে দেয়। বিদেশে অনেক নির্যাতন সহ্য করার পর একটি মানবাধিকার সংগঠনের সহযোগিতায় দেশে ফিরে আসে। ওই মানবাধিকার সংগঠনটি নাজমার ভবিষ্যতের কথা চিন্তা করে তার বাড়ির সাথে একটি মুদি দোকান করে দেয়। বর্তমানে ওই দোকানের মাধ্যমে নাজমার সংসার চলে।

আহত নাজমা খাতুন জানান, স্বামী মফিজ যৌতুকের জন্য তাকে বিভিন্ন ধরণের শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। ইতিমধ্যে কয়েকবার তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে ব্যর্থ হয়। গতকাল বৃহস্পতিবার রাতে আমার স্বামী একটি ইজিবাইক যৌতুক হিসাবে দাবি করে। সে সময় আমি অপারগতা প্রকাশ করায় দোকানের চা তৈরীর কেতলির গরম পানি আমার শরীরে জোরপূর্বক ঢেলে দিয়ে ঝলসে দেয়। জানতে পেরে প্রতিবেশীরা উদ্ধার করে প্রথমে মহেশপুর হাসপাতালে ভর্তি করে।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।