মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেফতার ৪৯
logo
ঢাকা, মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেফতার ৪৯

স্টাফ করেসপন্ডেন্ট | দৈনিক বিবর্তন.কম
সেপ্টেম্বর ২৩, ২০২০ ৬:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা: রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৪৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ- কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, অভিযানে গ্রেফতার আসামিদের কাছ থেকে ২৮ হাজার ৪১৭ পিস ইয়াবা, ১৪২ গ্রাম ২৭৫ পুরিয়া হেরোইন, ১০ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ২ বোতল ফেনসিডিল ও ২৪টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।