কুমিল্লার মেঘণায় ২৪ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর গ্রেপ্তার
logo
ঢাকা, মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লার মেঘণায় ২৪ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর গ্রেপ্তার

Link Copied!

কুমিল্লার মেঘনায় ২৪ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম গ্রেপ্তার।

কুমিল্লা জেলার মেঘনা উপজেলার বড়কান্দা ইউনিয়নের বড়কান্দা গ্রামের বড়কান্দা আমিরাবাদ থেকে ৬ মার্চ (শনিবার) সন্ধ্যা পোনে ৭টার দিকে ২৪ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম (৩৭)কে গ্রেপ্তার করেছেন মেঘনা থানা পুলিশ।

মেঘনা থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মজিদ এ তথ্য নিশ্চিত করেন।

শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার বড়কান্দা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে, জাহাঙ্গীর বড়কান্দা গ্রামের আব্দুল বাতেনের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা থানার এস আই মোঃ নাজির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ২৪ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে মেঘনা থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়। এস আই নাজির হোসেন বলেন, আগামীকাল আসামিকে কোর্টে প্রেরণ করা হবে।

মেঘনার বড়কান্দা গ্রামের মোঃ জাহাঙ্গীর আলম (৩৭)কে ২৪ পিস ইয়াবা সহ গ্রেফতার করছেন মেঘনা থানা পুলিশ।

মেঘনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দল মজিদ বলেন, আপনারা যে যার অবস্থান থেকে যে কোন দুর্নীতি ও মাদক এর বিরুদ্ধে মেঘনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মজিদ’র সাথে সরাসরি যোগাযোগ করুন।

যোগাযোগঃ- 01320114308, আপনার/আপনাদের তথ্য ও পরিচয় গোপন রাখা হবে। সন্মানিত মেঘনাবাসী, নিরাপদ মেঘনা গড়ার লক্ষ্যে মাদক এবং অস্ত্রের বিষয়ে তথ্য দিন।

(ওসি) মেঘনা থানা আব্দুল মজিদঃ- 01320114308

এএসপি হোমনা ফজলুল করিমঃ- 01320113966

তথ্য দিন, সেবা নিন।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।