মাদারীপুরে মাকে হত্যায় ছেলের স্বীকারোক্তি
logo
ঢাকা, বুধবার, ২রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মাদারীপুরে মাকে হত্যায় ছেলের স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদক
জুন ২৮, ২০২১ ৩:১০ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুরে মাকে হত্যার দায়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ছেলে হিরণ্ময়। রোববার (২৭ জুন) সন্ধ্যায় জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে সে জবানবন্দি দেয়। পরে আদালতের বিচারক মো. সাইদুর রহমান অভিযুক্ত হিরণ্ময়কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে শনিবার বিকেলে হিরণ্ময়কে কালকিনির শশিকর এলাকার একটি পরিত্যক্ত ভবন থেকে আটক করে ডাসার থানা পুলিশ।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান জানান, গত বুধবার হঠাৎ নিখোঁজ হন কালকিনির শশিকর গ্রামের ৫৬ বছর বয়সী বৃদ্ধা কানন বালা। পরে শনিবার বাড়ির পাশের একটি বিলে বৃদ্ধার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। নিহত কানন বালার স্বামী হরলাল তালুকদার বাদী হয়ে ছেলেকে আসামি করে ডাসার থানায় হত্যা মামলা দায়ের করেন।

এদিকে অভিযান চালিয়ে ওই বৃদ্ধার ছেলেকে আটক করে পুলিশ। রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। বিলের পানিতে ডুবিয়ে শ্বাসরোধ করে মাকে হত্যার দায় স্বীকার করে সন্ধ্যায় আদালতে জবানবন্দি দেয় হিরণ্ময়।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।