মুক্তিযুদ্ধে বিজয় এলেও মানুষের মুক্তি মেলেনি: মির্জা ফখরুল
logo
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মুক্তিযুদ্ধে বিজয় এলেও মানুষের মুক্তি মেলেনি: মির্জা ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট | দৈনিক বিবর্তন
ডিসেম্বর ১৭, ২০২০ ১০:০১ পূর্বাহ্ণ
Link Copied!

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মুক্তিযুদ্ধে বিজয় এলেও বাংলাদেশের মানুষের মুক্তি আসেনি। আওয়ামী লীগ দেশে একদলের শাসন কায়েম করে মানুষের অধিকার ধুলিস্মাৎ করে দিয়েছে।

বুধবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে দলের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এসব কথা বলেন। এসময় বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রের যে চেতনা নিয়ে বীর বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো, তা আজ সম্পূর্ণভাবে ভুলুণ্ঠিত। মিথ্যা অভিযোগের মামলায় বিএনপি নেত্রীকে কারাগারে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের মানুষের বাক স্বাধীনতা নেই। দেশে গণতন্ত্র নেই। মৌলিক স্বাধীনতা হরণ করা হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার করে অবশ্যই আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হব।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।