মুসলিম হত্যার পরিকল্পনা: জার্মানিতে ১২ উগ্রবাদী খ্রিষ্টান যুবক গ্রেপ্তার
logo
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মুসলিম হত্যার পরিকল্পনা: জার্মানিতে ১২ উগ্রবাদী খ্রিষ্টান যুবক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক | দৈনিক বিবর্তন
নভেম্বর ১৫, ২০২০ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

জার্মানিতে মুসলিমদের হত্যার পরিকল্পনাকারী ১২ জন খ্রিষ্টান উগ্রবাদীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। জার্মানিতে রাজনৈতিক আশ্রয়প্রার্থী ও মুসলিম শরণার্থীদের হত্যার মিশন নিয়ে সন্ত্রাসী এ দলটি গঠন করা হয় বলে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে।

জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে’র প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার গ্রেপ্তার ১২ জনের বিরুদ্ধে আদালতে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে।

জার্মানির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কট্টরপন্থী এসব খ্রিষ্টান উগ্রবাদীকে গ্রেপ্তার করে পুলিশ। মুসলিমদের হত্যা করে জার্মানিতে একটা গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি করার লক্ষ্যে এই গ্রুপটি সংঘবদ্ধ হচ্ছিল।

ডয়চে ভেলে আরও জানিয়েছে, গ্রেপ্তার হওয়া সবাই শ্বেতাঙ্গ ও জার্মান নাগরিক। এই সন্ত্রাসী গ্রæপের দুই নেতা ওয়ারনার ও টনি বেশ কয়েকটি গোপন বৈঠকও করেছেন। যে বৈঠকগুলোতে হামলার ব্যাপারে নানা ধরণের আলোচনা করেছেন তারা।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।