মেজ ভাইয়ের লাশ দেখার দেড় ঘণ্টা পরই ছোট ভাইয়ের মৃত্যু
logo
ঢাকা, বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মেজ ভাইয়ের লাশ দেখার দেড় ঘণ্টা পরই ছোট ভাইয়ের মৃত্যু

জেলা প্রতিনিধি | দৈনিক বিবর্তন
নভেম্বর ৭, ২০২০ ৫:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

যশোরের চৌগাছার মেজ ভাইয়ের লাশ দেখে ঘরে ফেরার দেড় ঘণ্টা পরই ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৩টা থেকে ভোর ৫টার মধ্যে ওই উপজেলার সুখপুকুরিয়া ইউপির পুড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- ওই গ্রামের বাদশা মিয়ার মেজ ছেলে ইসমাইল হোসেন ও ছোট ছেলে নজির আলী।

স্বজনরা জানান, ইসমাইল হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ছুটে যান ছোট ভাই নজির আলী। মেজ ভাইয়ের লাশ দেখে কিছুক্ষণ পর তিনি নিজ বাড়িতে ফেরেন। এরপর হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়। দেড় ঘণ্টার ব্যবধানে দুই ভাইকে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনরা।

সুখপুকুরিয়া ইউপি চেয়ারম্যান তোতা মিয়া জানান, শুক্রবার বিকেলে পুড়াপাড়া গ্রামের খালপাড়া মাঠে একসঙ্গে দুই ভাইয়ের জানাজা হয়। জানাজায় সুখপুকুরিয়ার হাজারো মানুষ অংশ নেয়। এরপর পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়েছে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।