মেসিকে টপকে শীর্ষে রোনালদো
logo
ঢাকা, বুধবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মেসিকে টপকে শীর্ষে রোনালদো

স্পোর্টস ডেস্ক
অক্টোবর ১৫, ২০২৩ ১২:১০ অপরাহ্ণ
Link Copied!

মাঠের ফুটবলে মেসি-রোনালদো দ্বৈরথ প্রায় দেড় যুগ পেরিয়েছে। মাঠ পেরিয়ে তাদের লড়াই যেন সকল ক্ষেত্রে বিস্তৃতি লাভ করেছে। আয়-ব্যয় থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কার কতো ভক্ত-সমর্থক সেসব নিয়েও আগ্রহ কম নয় এ দুই তারকা ভক্তদের। এবার সেই লড়াইয়ে আর্জেন্টাইন তারকাকে পেছনে ফেলেছেন রোনালদো। বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ফুটবলার এখন এই পর্তুগিজ তারকা।

যুক্তরাষ্ট্রের সাময়িকী ‘ফোর্বস’-এর মতে, ২০২৩ সালে আয়ের হিসেবে মেসি ও নেইমার দুইজনকেই টপকে গেছেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি ক্লাব আল নাসরে যাওয়া এই ফরোয়ার্ডের প্রত্যাশিত আয়ের পরিমাণ ২৬ কোটি ডলার।

আর পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে পাড়ি জমানো মেসির প্রত্যাশিত আয় ১৩ কোটি ৫০ লাখ ডলার। যা রোনালদোর আয়ের প্রায় অর্ধেক। তালিকায় দুই নম্বরে আছেন বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টাইন।

অন্যদিকে সৌদি ক্লাব আল হিলালে যাওয়া পিএসজির সাবেক ফরোয়ার্ড নেইমারের প্রত্যাশিত আয় ১১ কোটি ২০ লাখ ডলার। ব্রাজিলিয়ান তারকা আছেন তালিকায় তিন নম্বরে।

২০২৩ সালে আয়ের হিসেবে ফোর্বসের শীর্ষ ১১ ফুটবলার

ক্রিশ্চিয়ানো রোনালদো (২৬ কোটি ডলার)

লিওনেল মেসি (১৩ কোটি ৫০ লাখ ডলার)

নেইমার (১১ কোটি ২০ লাখ ডলার)

কিলিয়ান এমবাপে (১১ কোটি ডলার)

করিম বেনজেমা (১০ কোটি ৬০ লাখ ডলার)

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।