সাম্য মানবিক মর্যাদা ও সুবিচার প্রতিষ্ঠায় কাজ করবে এবি পার্টিঃ মোগলাবাজার থানা কমিটি গঠন।
logo
ঢাকা, বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সাম্য মানবিক মর্যাদা ও সুবিচার প্রতিষ্ঠায় কাজ করবে এবি পার্টিঃ মোগলাবাজার থানা কমিটি গঠন।

এম.এ.সামাদ | দৈনিক বিবর্তন
মার্চ ১১, ২০২১ ১১:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

স্বাধীনতার রজত জয়ন্তী ও আহবায়ক কমিটি গঠন উপলক্ষে আমার বাংলাদেশ পার্টি দক্ষিণ সুরমা (সিলেট) উপজেলার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১০ মার্চ উপজেলার হাজীগঞ্জ বাজারস্থ কিংডম কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সদস্য আশরাফ আহমদ লিমন।

জেলা আহবায়ক কমিটির সদস্য বাবুল আহমদ ও জারিফ আহমেদের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব প্রভাষক ওমর ফারুক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আহবায়ক এডভোকেট নাজমুল ইসলাম সোহেল, সিনিয়র যুগ্ম আহবায়ক মাওলানা আরিফুল হক ইদ্রিস, সদস্য সচিব এডভোকেট হোসাইনুর রহমান লায়েছ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব জাহাঙ্গীর আহমদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য ও সিলেট জেলার যুগ্ম সদস্য সচিব আহমেদ খলিল তাপাদার, যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার আশরাফ হোসাইন, সহকারী সদস্য সচিব মাওলানা আবুল কালাম মুন্না, আম্বিয়া হোসাইন, বাবুল আহমদ, সেলিম আহমেদ, আশরাফ হোসাইন লিমন, জারিফ হিমেল, ময়নুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, রফিকুল ইসলাম, ফজরুল ইসলাম, দেলোয়ার হোসেন প্রমুখ।

সভায় মোগলাবাজার থানার ৪৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করেন জেলা আহবায়ক এডভোকেট নাজমুল ইসলাম সোহেল। ঘোষিত কমিটির আহবায়ক আশরাফ আহমদ লিমন, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম আহবায়ক আব্দুর রশিক, সদস্য সচিব জারিফ হিমেল, যুগ্ম সদস্য সচিব রফিকুল ইসলাম, সহকারী সদস্য সচিব জিসান আহমেদ, সহকারী সদস্য সচিব দেলোয়ার হোসেন, ছাত্র বিষয়ক আহবায়ক ফজলুল ইসলাম সহ ৪৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।