মোহাম্মদপুর বেড়িবাঁধে ভাঙারির দোকানে অগ্নিকাণ্ড, দগ্ধ ৭
logo
ঢাকা, বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মোহাম্মদপুর বেড়িবাঁধে ভাঙারির দোকানে অগ্নিকাণ্ড, দগ্ধ ৭

স্টাফ রিপোর্টার | দৈনিক বিবর্তন.কম
অক্টোবর ২৭, ২০২০ ৪:৩৩ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ সংলগ্ন ভাঙ্গা মসজিদ এলাকায় একটি ভাঙারির দোকানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দোকান মালিকসহ ৭ জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টবর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- ভাঙারি দোকানের মালিক আবদুল আলীম (৫০), দোকানের কর্মচারী আমির হোসেন (৪৫), ফারুক (৩৫), সাইদুর রহমান (৩৫), কাইউম (৪০), সুরুজ (২৫) ও রাসেল (২৫)। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

আহতদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।দোকানের মালিক আবদুল আলীম গণমাধ্যমকে বলেন, পারফিউমসহ বিভিন্ন ধরনের বোতল কম্প্রেসার মেশিনে দেয়ার সঙ্গে সঙ্গে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন মারাত্মক ভাবে দগ্ধ হয়েছেন।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।