ম্যারাডোনার বিদায় তারকাদের মনও কাঁদছে
logo
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ম্যারাডোনার বিদায় তারকাদের মনও কাঁদছে

স্পোর্টস করেসপন্ডেন্ট | দৈনিক বিবর্তন.কম
নভেম্বর ২৬, ২০২০ ৩:২২ অপরাহ্ণ
Link Copied!

ডিয়েগো ম্যারাডোনা শুধু ফুটবলের কিংবদন্তিই ছিলেন না। তার প্রভাব ছড়িয়েছে বিশ্বের নানা শ্রেণি-পেশার মানুষের মনে। তার প্রভাব মানুষের মনে ঠিক কতটা, তা তার মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পরই ভালোভাবে টের পাওয়া যাচ্ছে।

প্রতিটি অঙ্গনের মানুষই প্রিয় তারকা ফুটবলারকে হারিয়ে শোকে যেন মুহ্যমান! বাংলাদেশের শোবিজ অঙ্গনেও তার গভীর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। সাংসদ ও বরেণ্য অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা ম্যারাডোনার একটি ছবি ফেসবুকে পোস্ট করে শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন—‘বিদায় বলব না, আপনি সবসময় আছেন।’

ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সাপোর্টার ঢালিউড কিং শাকিব খান। কৈশোরের ফুটবল মাঠে ম্যারাডোনাকে অনুসরণ করে খেলতেন তিনি। আর সেই প্রিয় মানুষটির বিদায়ে শাকিব খান লিখেছেন—‘তার আত্মার শান্তি কামনা করছি। আমি দেখেছি সর্বকালের সেরা ফুটবলারকে। তিনি সেরাদের সেরা।’ জয়া আহসান ম্যারাডোনার একটি ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছেন—‘বিদায় রাজপুত্র।’

ম্যারাডোনার মৃত্যুখবরে অনেকটা থমকে গেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। ফুটবল খেলাকে কেন্দ্র করে কাটানো শৈশবের স্মৃতি তাকে বারে বারে ডাকছে। তা স্মরণ করে চঞ্চল চৌধুরী লিখেছেন—‘আমাদের কৈশোরে, স্কুল জীবনে মিশে ছিল যে নামটি তিনি ম্যারাডোনা। চলে গেলেন পরপারে। খুব বেশি করে ফিরে যাচ্ছি সেই অতীতে। ম্যারাডোনার ছবিওয়ালা খাতায় লিখতে লিখতেই স্কুলজীবন পার করা। এখন কেমন লাগছে অনেককেই তা বোঝানো যাবে না।’

শৈশবে সাদা-কালো টিভিতে খেলা দেখার স্মৃতিচারণ করে চঞ্চল চৌধুরী লিখেছেন—‘আমাদের গ্রামে চেয়ারম্যানের বাড়িতে একমাত্র সাদাকালো টেলিভিশন ছিল। তখন গ্রামে বিদ্যুতের আলো পৌঁছায়নি। ব্যাটারিচালিত সাদাকালো টেলিভিশনে রাত জেগে চেয়ারম্যান বাড়ির উঠোনে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা। কত কত স্মৃতি। বিদায় ম্যারাডোনা। তাঁর আত্মার শান্তি হোক।’

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।