নানা বিতর্কের পর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি স্থগিত করেন।
আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ ও সাধারণ শিক্ষার্থীদের সড়ক অবরোধ ঘটনার পর এ কমিটি স্থগিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে সংগঠিত অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে সংগঠনবিরোধী, শৃঙ্খলা-পরিপন্থি ও সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ছাত্রলীগ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি স্থগিত করা হলো। একই সাথে কেন পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা যথোপযুক্ত লিখিত জবাব আগামী সাত দিনের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।
শনিবার দুপুরের পর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ হয়। এই সংঘর্ষের প্রতিবাদে সন্ধ্যায় যশোর-চৌগাছা সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয় সাধারণ শিক্ষার্থীরা। রাত ৮টার দিকে যবিপ্রবির ভিসি ও পুলিশ এসে ঘটনার নিপষ্পত্তির আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন। আহত যবিপ্রবি ছাত্রলীগের সহ-সভাপতি আল মামুন সিমন (২৮) ও ছাত্রলীগ কর্মী আশরাফুল আলম (২৩) যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।