তালতলীতে রহস্যজনক ভাবে আগুন, পুড়ে ছাই জেলের বসতভিটা!
logo
ঢাকা, মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

তালতলীতে রহস্যজনক ভাবে আগুন, পুড়ে ছাই জেলের বসতভিটা!

মাহমুদুল হাসান (বরগুনা) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১, ২০২১ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

বরগুনার তালতলী উপজেলার মরানিদ্রা বাজারে মো.মিলন খান (৩০) এর রহস্যজনক ভাবে বসত ঘর পুড়ে ছাই হয়েছে।

সোমবার দুপুরে (১ ফেব্রুয়ারি) নিশানবাড়ীয়া ইউনিয়নের মরানিদ্রা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মরানিদ্রা বাজারে মিলন খান এর বসত ঘরে দুপুরে দিকে আগুন লেগে যায়।আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে আমরা জানি না।আগুন লাগার খবর পেয়ে এসে আগুন নিভানোর জন্য চেষ্টা করি।প্রায় ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।এসময় বাড়িতে কাউকে পাওয়া যায় নি।জীবিকা নির্বাহীর খুঁজে মিলন সাগরে থাকে।মিলনের প্রায় তিনলক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।ছেলে সন্তান নিয়ে বেড়িবাধের বাহিরের জমিতে কোনোমতে ঋণ নিয়ে ঘর তুলে থাকে।ক্যান্সার আক্রান্ত ছেলের ডাক্তারি পরীক্ষার কাগজপত্র পুড়ে গেছে।আগুন লাগার ঘটনাটি আমার সম্পূর্ণ মনে হচ্ছে পূর্ব পরিকল্পিত।এখন মিলনের পরিবার নিঃস্ব হয়ে গেছি।

এ বিষয় তালতলী উপজেলার নির্বাহী অফিসার (অতিরিক্ত) মোঃআসাদুজ্জামান মিয়া বলেন,উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সাধ্য মত সার্বিক সহযোগিতা করা হবে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।