রাজশাহীতে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
logo
ঢাকা, মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | দৈনিক বিবর্তন.কম
অক্টোবর ১১, ২০২০ ১১:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আল-আমিন (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আল-আমিন বলিয়াডাং গ্রামের আলম হোসেনের ছেলে। ভুক্তভোগী কিশোরীর বাড়ি উপজেলার বর্গিতলা গ্রামে।

শনিবার বেলা তিনটার দিকে ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটে। পরে রাতেই কিশোরীর বাবা বাদী হয়ে থানায় আল আমিনকে আসামি করে মামলা করেন।

গোদাগাড়ী থানার ওসি খাইরুল ইসলাম বলেন, নবম শ্রেণিতে পড়া ওই কিশোরী (১৪) শনিবার বেলা তিনটার দিকে বাড়ি থেকে প্রাইভেট পড়তে শিক্ষকের বাড়ি যাচ্ছিল। পথে একা পেয়ে আল আমিন কিশোরীকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে তিনি পালিয়ে যান।

এ ঘটনায় রাতেই কিশোরীর বাবা বাদী হয়ে থানায় আল আমিনকে আসামি করে মামলা করেন। মামলার পর রাতেই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।