রাণীশংকৈলে আনুষ্ঠানিক ভাবে পৌর মেয়র প্রার্থী ঘোষণা দিলেন সেচ্ছাসেবক"লীগ সভাপতি কানন
logo
ঢাকা, শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

রাণীশংকৈলে আনুষ্ঠানিক ভাবে পৌর মেয়র প্রার্থী ঘোষণা দিলেন সেচ্ছাসেবক”লীগ সভাপতি কানন

মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি
নভেম্বর ১৪, ২০২০ ৯:২১ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নওরোজ কাউসার কানন ১৪ নভেম্বর ২০ খ্রীঃ বিকালে দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে মেয়র প্রার্থীতা ঘোষণা করেন । এসময় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নওরোজ কাউসার কাননের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রানীশংকৈল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সোহেল রানা,
উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি মুন্নাফ হোসেন বাবু, আশরাফুল আলম, খাদেমুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক , মানিক আলী ,সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হাবীব ডন, প্রচার সম্পাদক রুবেল হক মাষ্টার,ধর্ম বিষয়ক সম্পাদক ফারুক হোসেন । আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের সভাপতি – সম্পাদক সহ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় নেতাকর্মীরা সভাপতি কাননের পৌর মেয়র প্রার্থীতা ঘোষণাকে সাদরে গ্রহণ করেন এবং সব রকমের সহযোগিতা করবেন বলে অভিমত প্রকাশ করেন ।
এসময় বক্তারা বলেন স্বেচ্ছাসেবক লীগ থেকে আমরা ভাইস-চেয়ারম্যান পেয়েছি ঠিক তেমনি আমরা আমাদের সভাপতিকে মেয়র হিসাবে পাবো ,আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে জয় আমাদের সুনিশ্চিত করতে সময় লাগবেনা ,আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে সব রকমের সহযোগিতা করবো ।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।