রাণীশংকৈলে স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শুভ উদ্বোধন
logo
ঢাকা, বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

রাণীশংকৈলে স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শুভ উদ্বোধন

Link Copied!

বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নির্ধারিত কর্মসূচির অংশ হিসাবে সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা শাখা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সোমবার (২০ মার্চ) দুপুরে উপজেলা আ.লীগ কার্যালয়ে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি ২০২৩ খ্রিঃ অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানার সভাপতিত্বে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক লীগের কার্য নির্বাহী সদস্য তৌহিদুর রহমান সেলিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক। সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য দেন জেলা আ’লীগ সহ সভাপতি ও সাবেক এমপি সেলিনা জাহান লিটা।বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা আ’লী যুগ্ন সাধারণ সম্পাদক আহম্মদ হোসেন বিপ্লব, যুগ্ন সম্পাদক গোলাম সারওয়ার বিপ্লব, মহিলা আ’লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি প্রভাষক খাদেমুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক জাকারিয়া হাবিব ডন, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল তারেক লিপু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা  হুমায়ুন কবির ও রফিকুল ইসলাম সুজন, লেহেম্বা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আরমান কায়সার জুয়েল প্রমুখ।
এছাড়াও উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের বিভিন্ন নের্তৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরথান আলী।পরে অনুষ্ঠানের সভাপতি, উদ্বোধক, প্রধান অতিথি, গেস্ট অব অনার ও বিশেষ অতিথিবৃন্দ মিলে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন করেন।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।