রানীশংকৈলে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত হয়েছে
logo
ঢাকা, বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

রানীশংকৈলে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত হয়েছে

মাহাবুব আলম (ঠাকুরগাঁও) প্রতিনিধি
নভেম্বর ১, ২০২০ ১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

মুজিব বর্ষের আহ্বান যুব সমাজের কর্মসংস্থান” এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা যুব উন্নয়নের আয়োজনে ১ নভেম্বর রবিবার বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত হয় ।
এ উপলক্ষে এদিন সকালে উপজেলা অফিসার্স ক্লাবে ইউএনও মৌসুমী আফরিদা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুব ও ক্রীড়া বিষয়ক স্থায়ি কমিটির সভাপতি সোহেল রানা । বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, বীর মুক্তিযোদ্ধা হবিবুর রহমান, যুব উন্নয়ন বিষয়ক কর্মকর্তা কামরুজ্জামান।
এছাড়াও সহকারি কর্মকর্তা আব্দুস সামাদ, লাল মোহাম্মদ, যুব উন্নয়ন প্রশিক্ষণার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে যুব উন্নয়ন ও ক্রীড়া বিষয়ক অধিদপ্তরের অধীনে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয় ।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।