রাবিতে এপিকের চতুর্থ শো অনুষ্ঠিত হতে যাচ্ছে
logo
ঢাকা, শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাবিতে এপিকের চতুর্থ শো অনুষ্ঠিত হতে যাচ্ছে

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)
আগস্ট ৩১, ২০২২ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

‘এপিক’ নাট্য সংগঠনের চতুর্থ সাংস্কৃতিক শো ‘Epic Chapter 4’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। পহেলা সেপ্টেম্বর বিকাল ৫.৩০ মিনিট থেকে শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে তিন ঘন্টা ব্যাপি এই শো’তে একটি ইংরেজি মঞ্চ নাটক, একটি বাংলা মঞ্চ নাটক,গান এবং নৃত্য থাকবে।

ইংরেজি নাটক হিসেবে মঞ্চায়িত হবে উইলিয়াম শেক্সপিয়ারের নাটক A Midsummer Night’s Dream (আ মিডসামার নাইটস ড্রিম) যার মঞ্চরূপ ও নির্দেশনা দিয়েছেন মোঃ সামিন ইয়াসার নাফি। নাটকটির পরিচালক নাফি জানান-‘একটি শেক্সপিয়ারের নাটককে আধ ঘন্টার মধ্যে আটানো মূলত সম্ভব নয়। তবু আমরা চেষ্টা করেছি আসল নাটকের নির্যাস ধরে রাখতে। বাকিটুকু দর্শকরাই মূল্যায়ন করবেন।

সৈয়দ ইকরামুল হাসানের গল্পে ও ইফতেখারুল ইসলাম ফামিনের চিত্রনাট্য ও পরিচালনায় মৌলিক বাংলা নাটক হিসেবে মঞ্চায়িত হচ্ছে নাটক ‘পুনর্জাগরণ’। নাটকটির পরিচালক ফামিন জানান-“১৯৪৬ এর দেশ ভাগের সময়কার দাঙ্গাকে ঘিরে আবর্তিত হয়েছে। গল্পটি যদিও সেই দেশ ভাগ এবং দাঙ্গা ঘিরে কিন্তু মূল বিষয়বস্তুটি এর থেকেও আরেকটু গভীরে কারণ এই দেশভাগের সময়টাকে মধ্যখানে রেখে আমি একটি প্রশ্ন ছুড়তে চেয়েছি। আর আমার এই প্রশ্নটা আমাদের কাছেই। আমরা যে একটি স্বার্থান্বেষী মহলের দ্বারা নিজেদের অজান্তেই প্রভাবিত হই আর এই প্রভাবিত হওয়ার দ্বারাই যে আমরা ব্যবহৃত হই তা কি আমরা কখনই বুঝেছি বা বুঝতে চেয়েছি? প্রাচীন ইতিহাস থেকে আজ অব্দি কিন্তু এই প্রশ্নই আমরা এড়িয়ে এসেছি।”

এপিকের চতুর্থ শো

এছাড়াও হোসেইন এ ফরহাদের নির্দেশনায় মিউজিক এবং মার্সিয়া তেরেসা কস্তার নির্দেশনায় নৃত্য থাকবে।মূলত ‘Art Is Liberty’ এই শ্লোগানকে সামনে রেখে ২০১৭ সাল থেকে নাট্য সংগঠন এপিক কাজ করে আসছে।তরুণদের সঙ্গে নিয়ে সৃষ্টিশীল কাজের মাধ্যমে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ায় এপিক বিশ্বাস করে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।