রাবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
logo
ঢাকা, শুক্রবার, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

রাবি প্রতিনিধি
মার্চ ২৬, ২০২২ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

আজ শনিবার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) যথাযথ মর্যাদার সাথে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়। দিবসের প্রথম কর্মসূচি হিসেবে ভোর ৬:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে ও সকাল ৭টায় বধ্যভূমি স্মৃতিস্তম্ভে উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

এসময় উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম, কোষাধ্যক্ষ প্রফেসর মো. অবায়দুর রহমান প্রামানিক, রেজিস্ট্রার প্রফেসর মো. আবদুস সালাম, প্রক্টর প্রফেসর মো. আসাবুল হক, ছাত্র উপদেষ্টা এম তারেক নূর, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডে, অনুষদ অধিকর্তা, হল প্রাধ্যক্ষ ও প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে ভোরে সূর্যোদয়ের সাথে সাথেই প্রশাসন ভবনসহ অন্যান্য ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭টা থেকে বিভিন্ন আবাসিক হল, বিভাগ ও ইনস্টিটিউট, রাবি সাংবাদিক সমিতি, রাবি শিক্ষক সমিতি, রাবি মহিলা ক্লাব, মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন ও প্রতিষ্ঠান, রাবি স্কুল ও শেখ রাসেল মডেল স্কুল প্রভাতফেরীসহ শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে।

সকাল ৮:৪৫ মিনিটে শেখ রাসেল মডেল স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সকাল ৯টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলে মার্চ পাস্ট অনুষ্ঠিত হয়। উপাচার্য এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে অন্যদের মধ্যে উপ-উপাচার্যবৃন্দ, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, স্কুল দুটির পরিচালনা পর্ষদের সভাপতি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালকসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সকাল ৯:৩০ মিনিটে শেখ কামাল স্টেডিয়ামে বিএনসিসি, রোভার স্কাউট ও রেঞ্জারের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার। সকাল ১০:৩০ মিনিট থেকে শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় প্রীতি ক্রিকেট ম্যাচ, ফুটবল, হ্যান্ডবল ও ভলিবল খেলা। উপাচার্য এসব খেলাধুলার উদ্বোধন করেন।

দিবসের কর্মসূচিতে আরো অনুষ্ঠিত হয়, সকাল ৮টায় নিজ নিজ কার্যালয়ে অফিসার সমিতি; সহায়ক কর্মচারী সমিতি; সাধারণ কর্মচারী ইউনিয়ন, পরিবহন কর্মচারী সমিতি ও মুক্তিযোদ্ধা সংসদ রাবি ইউনিট কমান্ডের আলোচনা সভা। বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ মোনাজাত।

দিবসের কর্মসূচিতে আরো আছে, বিকেল ৪টায় শিল্পাচার্য জয়নুল আবেদীন একাডেমিক ভবনে পোস্টার প্রদর্শনী, বিকেল ৫:৩০ মিনিটে শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে রাবি শহীদ পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সাথে শুভেচ্ছা বিনিময়, সন্ধ্যা ৬:৩০ মিনিটে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে আন্তঃছাত্রী হল বিতর্ক প্রতিযোগিতা এবং সন্ধ্যা ৭টায় শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন শহীদ স্মৃতি সংগ্রহশালা সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা আছে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।