logo
ঢাকাবৃহস্পতিবার , ১৩ জানুয়ারি ২০২২

রাবি জনসংযোগ প্রশাসকের সাথে রাবিসাসের সৌজন্য সাক্ষাৎ

রাবি প্রতিনিধি
জানুয়ারি ১৩, ২০২২ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ( রাবি ) জনসংয়োগ দপ্তরের নতুন প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের জনসংযোগ দপ্তর প্রশাসকের সঙ্গে এ সাক্ষাৎ করেন তারা।

সাক্ষাৎকালে জনসংযোগ দপ্তরের নতুন প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এছাড়াও তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখার জন্য সাংবাদিকদের পাশে থাকতে আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন-রাবিসাসের সভাপতি শাহীন আলম, সহ-সভাপতি নুরুজ্জামান খান, সম্মানিত সদস্য সুব্রত গাইন, সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দীন, কোষাধ্যক্ষ তৌসিফ কাইয়ুম, দফতর সম্পাদক আব্দুস সবুর লোটাস, প্রচার সম্পাদক সাইফুর রহমান প্রমুখ।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।