রাবি শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষা নেয়ার দাবিতে মানববন্ধন
logo
ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

রাবি শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষা নেয়ার দাবিতে মানববন্ধন

রাজিয়া সুলতানা, রাবি প্রতিনিধি
জানুয়ারি ৩১, ২০২১ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষার নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। রবিবার (৩১জানুয়ারি) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা মানববন্ধটির আয়োজন করেন।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহমুদ সাকি বলেন, শিক্ষকরা আমাদের পিতৃতুল্য, তারা আমাদের অভিভাবক। তারা আমাদের নিয়ে কিছুই ভাবছেন না। যদি ভাবতেন তাহলে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো বর্তমান পরিস্থিতিতে নিয়ম মেনে আমাদের পরীক্ষাগুলোও সম্পন্ন করার ব্যবস্থা করতেন। কিন্তু তারা তা করেননি। আমাদের দূর্ভাগ্য, পরীক্ষার জন্য আমাদরকেই রাস্তায় নামতে হলো।

তিনি আরও বলেন, যেখানে সব কিছু নিয়ম মেনে চলছে, সেখানে আমাদের পরীক্ষা কেন থেমে? যথাযথ ব্যবস্থা মেনে অবশ্যই আমাদের পরীক্ষা নেয়া যেত। আমরা এক বছর পিছিয়ে গেছি। আমাদের একটি বছরের কি কোন দাম নেই? আমাদের জানতে ইচ্ছে করে উপাচার্য কি আদৌও ভাবছেন বিষয়টি নিয়ে! প্রশাসনের প্রতি হুশিয়ারি দিয়ে তিনি আরো বলেন, শীঘ্রই ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষা গ্রহণ না করলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।

মানববন্ধনে শিক্ষার্থীরা প্রশাসনের নিকট চারটি দাবি জানান। দাবিসমূহ হলো- স্বাস্থ্যবিধি মেনে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের চূড়ান্ত পরীক্ষা আগামী মার্চের মধ্যে শেষ করতে হবে, পরীক্ষা চলাকালীন স্বাস্থ্যবিধি মেনে সকল হল খুলে দিতে হবে, হল-ফিসহ এক বছরের সকল ফি মওকূফ করতে হবে এবং উপর্যুক্ত দাবিগুলো মেনে পরীক্ষা সংক্রান্ত সকল ঘোষণা ৪ ফেব্রুয়ারির মধ্যে ঘোষণা দিতে হবে।

মানববন্ধনে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মহিউদ্দিন মানিকের সঞ্চালনায় আরও বক্তব্য দেন একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী শ্যামল অধিকারী, আবিদ হাসান, আভা খাতুন, লুৎফর রহমানসহ আরও অনেকে। এসময় প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।