রেকর্ড গড়লেন তানজিন তিশা
logo
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

রেকর্ড গড়লেন তানজিন তিশা

বিবর্তন প্রতিবেদক
মে ২৯, ২০২১ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!

চলতি সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। এবার গড়লেন নতুন রেকর্ড। মাত্র ১১ ঘন্টায় ১০ লাখ দর্শক দেখেছে তার নাটক ‘শেষটা অন্যরকম ছিলো’। দ্রুততম সময়ে মিলিয়ন ভিউর ঘরে এ নিয়ে ৩য় বার পা রাখলেন এ সুন্দরী অভিনেত্রী। নাটকটি পরিচালনা করেছেন সাগর জাহান।

তানজিন তিশা গণমাধ্যমে এ বিষয়ে বলেন, এটা সত্যি ভীষণ আনন্দের ব্যাপার। সকাল থেকেই অনেকের ফোন ও মেসেজ পাচ্ছি। সবাই অভিনন্দন জানাচ্ছেন। এবার ঈদে সবার এতো এতো কাজ রিলিজ হয়েছে, সেখানে দর্শকরা আমার কাজগুলো দেখছেন। ভালো লাগছে।

প্রসঙ্গত, ক’দিন আগে আফ্রিকান বউ (১৮ ঘণ্টা) ও তাকে ভালোবাসা বলে (২০ ঘণ্টা) নাটক দুটোর মাধ্যমে রেকর্ড গড়েছিলেন তানজিন তিশা। দুটো নাটকই ঈদে প্রচার হয়েছে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।