logo
ঢাকাবৃহস্পতিবার , ১০ ডিসেম্বর ২০২০
 1. অর্থনীতি-ব্যবসা
 2. আইন ও আদালত
 3. আন্তর্জাতিক
 4. আবহাওয়া
 5. করোনা
 6. ক্যাম্পাস
 7. ক্রয় বিক্রয়
 8. খেলা
 9. গ্রামবাংলা
 10. চাকরি চাই
 11. জাতীয়
 12. জীববৈচিত্র
 13. তথ্যপ্রযুক্তি
 14. ধর্ম
 15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

রোকেয়া পদক পেলেন পাঁচ মহিয়সী নারী

স্টাফ করেসপন্ডেন্ট | দৈনিক বিবর্তন
ডিসেম্বর ১০, ২০২০ ৮:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

এবছর পাঁচ নারীকে বেগম রোকেয়া পদক দেয়া হয়েছে। নারীর ক্ষমতায়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখার জন্য তাঁরা এ পদকে ভূষিত হয়েছেন।

এবছর বীর মুক্তিযোদ্ধা মুশতারী শফি (সাহিত্য ও সংস্কৃতি), অধ্যাপক শিরীন আখতার (শিক্ষা), কর্নেল ডা. নাজমা বেগম (পেশাগত উন্নয়ন), বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার (নারী অধিকার) এবং মঞ্জুলিকা চাকমা (আর্থ সামাজিক উন্নয়ন) এ পদকে ভূষিত হয়েছেন।

বুধবার (৯ ডিসেম্বর) বেগম রোকেয়া দিবসে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে এ সম্মাননা দেয়া হয়।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদক বিতরণ করেন। প্রধানমন্ত্রী পক্ষে পদক বিজয়ী নারীদের হাতে সম্মাননা, সনদ ও চেক তুলে দেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুননেসা ইন্দিরা।

প্রসঙ্গত, নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকীতে প্রতি বছর ‘বেগম রোকেয়া পদক’ দেয় বাংলাদেশ সরকার।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।