logo
ঢাকামঙ্গলবার , ৯ মার্চ ২০২১
 1. অর্থনীতি-ব্যবসা
 2. আইন ও আদালত
 3. আন্তর্জাতিক
 4. আবহাওয়া
 5. করোনা
 6. ক্যাম্পাস
 7. ক্রয় বিক্রয়
 8. খেলা
 9. গ্রামবাংলা
 10. চাকরি চাই
 11. জাতীয়
 12. জীববৈচিত্র
 13. তথ্যপ্রযুক্তি
 14. ধর্ম
 15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

লাইভে এসে যা বললেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক | দৈনিক বিবর্তন
মার্চ ৯, ২০২১ ১০:৩১ অপরাহ্ণ
Link Copied!

সম্প্রতি ফেসবুকে লাইভে আসেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। প্রথমবার তার পেজ থেকে সরাসরি কথা বললেন ভক্তদের সঙ্গে। জানালেন তার বিভিন্ন কাজের খবর।

ফেসবুকে লাইভে আসার আগে সেই খবর পোস্ট করে ভক্তদের জানিয়েছিলেন অপু বিশ্বাস। সেদিন টেলিভিশনের এক অনুষ্ঠানের শুটিং শেষে লাইভে এসেছিলেন। তিনি বলেন, ‘আমি দর্শকদের সঙ্গে সবসময় থাকতে চাই। সবার জন্য মাঝে মধ্যে লাইভে আসব। প্রতি মাসে দুবার আমাকে লাইভে দেখা যাবে।’

অপু বিশ্বাস আরও বলেন, ‘আমার সন্তান ও দর্শকদের নিয়ে আমার পরিবার। তাই তাদের নিয়েও সবসময় ভাবি। নিজের খবরগুলো জানাতে লাইভে আসার সিদ্ধান্ত নিয়েছি।’

apu 20210309173259
অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত

বড় পর্দায় দীর্ঘদিন নতুন সিনেমা নেই অপু বিশ্বাসের। তবে আলোচনার কোনো কমতি নেই। সিনেমার শুটিং, মুক্তির প্রতিক্ষা নিয়ে খবরের শিরোনাম হচ্ছেন গত দুবছর ধরে।

২০২০ সালে অপু বিশ্বাসের দুটি সিনেমা মুক্তির কথা ছিল। কিন্তু করোনার কারণে আটকে যায় ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। এরপর ১৬ ডিসেম্বর চূড়ান্ত হয়েছিল দ্বিতীয় সিনেমা ‘প্রিয় কমলা’ মুক্তির। অথচ শেষ পর্যন্তও সেটিও পিছিয়ে যায়।

কিছুদিন আগে প্রকাশ পেয়েছে অপু বিশ্বাসের কলকাতায় একটি সিনেমা খবর। প্রথমবার টলিউডে দেখা যাবে তাকে। ‘শর্টকাট’ শিরোনামে সিনেমাটি মুক্তি পাবে শিগগিরই।লাইভে

বি

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।