বরিশাল নগরীর একটি আবাসিক হোটেল থেকে জালাল উদ্দিন (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার নগরীর হেমায়েত উদ্দিন রোডের আরজু বোর্ডিং থেকে তাঁর লাশ উদ্ধার করে কোতোয়ালি মডেল থানার পুলিশ।
জালালের বাড়ি গৌরনদী উপজেলায়। তিনি নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মাস্ক বিক্রি করতেন।
আরজু বোর্ডিংয়ের কর্মচারী মোহাম্মদ ফয়সাল বলেন, ১৬ ডিসেম্বর জালাল উদ্দিন ওই হোটেলের ১৮ নম্বর কক্ষে ওঠেন। গতকাল কক্ষ পরিষ্কার করতে গিয়ে পরিচ্ছন্নতাকর্মীরা খোলা জানালা দিয়ে ১৮ নম্বর কক্ষের ভেতরে নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে তাঁর লাশ উদ্ধার করে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বলেন, মৃত ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবুও তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া প্রয়োজন। এ কারণে জালালের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।