শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বামজোটের নেতাকর্মীরা। আজ সোমবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পিছন আমতলা থেকে মশাল মিছিল শুরু হয়৷ পরে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পদ প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে এক প্রতিবাদী সমাবেশে মিলিত হয়।
কর্মসূচি থেকে শাবিপ্রবির উপাচার্যের পদত্যাগ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের সব দাবির প্রতি পূর্ণ সমর্থন জানান নেতাকর্মীরা।
সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা বিপ্লবী ছাত্র মৈত্রীর
যুগ্ম আহ্বায়ক মো. শাকিল বলেন, শাবিপ্রবিতে শিক্ষার্থীদের যৌক্তিক দাবির কথা না শুনেই তাদের ওপর যে হামলা চালানো হয়েছে তাতে শিক্ষার্থীরা আহত হয়। শিক্ষার্থীদের উপর এমন ন্যাক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ জানাই। এছাড়া তাদের দাবির প্রতি পূর্ণ সমর্থন করছি।
শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি শাকিলা খাতুন বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যেখানে মুক্ত চিন্তা চর্চার জায়গা সেখানে শাবিপ্রবিতে যৌক্তিক দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে। এটি কোন বিচ্ছিন্ন ঘটনা নয়, সারা দেশের চিত্র একই। যে কোনো যৌক্তিক দাবিতে আন্দোলন শুরু হলে পুলিশ বাহিনী ও ক্ষমতাশীন দলের ছাত্র সংগঠনের নেতারা হামলা চালিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু লিখলে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয়। জনগনের ভোট বর্জিত এই সরকার ক্ষমতায় থাকার জন্য সব ধরনের আন্দোলনকে ভয় পায়। শাবিপ্রবিতে হামলার সাথে জড়িতদের বিচারের দাবি করছি। এছাড়া আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবিগুলোর প্রতি সংহতি প্রকাশ করছি।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট রাবি শাখার আহ্বায়ক রিদম শাহরিয়ার বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর যে হামলা হয়েছে তা নতুন কোনো ঘটনা নয়। বাংলাদেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের অবস্থা ঠিক একই রকম। শিক্ষার্থীদের আন্দোলন দমানোর মধ্য দিয়ে সরকার শিক্ষার্থীদের ন্যায্য দাবি থেকে বঞ্চিত করতে চায়। শিক্ষার্থীরা আন্দোলন শুরু করলে সরকার শিক্ষার্থীদের ওপর তার পেটোয়া বাহিনি লেলিয়ে দেয়।
এছাড়া প্রতিবাদী সমাবেশে আরো বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংগঠক ফুয়াদ রাতুল। কর্মসূচিতে বামদলীয় জোটের ২০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।