শিল্পী সমিতির নির্বাচন : নিপুণের সভাপতি অমিত হাসান!
logo
ঢাকা, বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিল্পী সমিতির নির্বাচন : নিপুণের সভাপতি অমিত হাসান!

বিনোদন ডেস্ক
ফেব্রুয়ারি ২০, ২০২৪ ১০:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকাই চলচ্চিত্রের দাপুটে দুই খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও মিশা সওদাগর। আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে মিশা ও সাধারণ সম্পাদক পদে ডিপজল জোট বেঁধেছেন। এরই মধ্যে তাদের প্যানেল প্রস্তুত।

অন্যদিকে, বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন এবার আর নির্বাচনে অংশ নিচ্ছেন না। নিপুণ আক্তারকে একা করে সরে দাঁড়িছেন তিনি। এতে করে বিপাকে পড়েছেন এই নায়িকা। এবারও তিনি সাধারণ সম্পাদকের পদে লড়বেন। কিন্তু ইলিয়াস কাঞ্চনের সরে দাঁড়ানোর সিদ্ধান্তে চিন্তিত নিপুণ। হন্যে হয়ে খুঁজছেন নতুন সভাপতি।

এদিকে, চলচ্চিত্র পাড়ায় কান পাতলেই শোনা যায়—নিপুণের প্যানেলের সভাপতি হচ্ছেন চিত্রনায়ক অমিত হাসান। এখন প্যানেল গঠনে ব্যস্ত রয়েছেন তিনি। আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন জানিয়ে সংবাদমাধ্যমকে  এই অভিনেতা বলেন, কোন পদে নির্বাচন করছি তা এখনও চূড়ান্ত নয়। তবে এবার নির্বাচনে অংশ নিচ্ছি। নিপুণ আমি একই প্যানেলে নির্বাচন করব।

রহস্য জিইয়ে রাখলেও অমিত হাসানের নির্বাচনে আসার সিদ্ধান্তে স্পষ্ট তিনিই হচ্ছেন নিপুণের নতুন সভাপতি প্রার্থী। নাম প্রকাশে অনিচ্ছুক তাদের প্যানেলে গুরুত্বপূর্ণ পদের এক প্রার্থীও অমিত হাসান তাদের সভাপতি হওয়ার কথা স্বীকার করেছেন।

RR4
ইলিয়াস কাঞ্চন ও নিপুণ আক্তার। ছবি: সংগৃহীত

তিনি বলেন, অমিত হাসানই হচ্ছেন এবার আমাদের প্যানেলের সভাপতি প্রার্থী। তিনি লড়বেন মিশা সওদাগরের বিপরীতে। মিশা-অমিত দুজনই এর আগে শিল্পী সমিতির দায়িত্ব পালন করেছেন। তবে সভাপতি পদপ্রার্থী প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছেন নিপুণ।

আগামী ১৯ এপ্রিল (শুক্রবার) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৫ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন। এদিন এফডিসিতে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন প্যানেল গোছানোর কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন শিল্পীরা। এবারের নির্বাচনে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করবেন প্রযোজক-নেতা খোরশেদ আলম খসরু।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।