শুরুতেই লিটনের ‘গোল্ডেন ডাক’
logo
ঢাকা, মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শুরুতেই লিটনের ‘গোল্ডেন ডাক’

স্পোর্টস ডেস্ক
অক্টোবর ১৩, ২০২৩ ৩:২০ অপরাহ্ণ
Link Copied!

আফগানিস্তানের বিপক্ষে অসাধারণ জয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করে বাংলাদেশ। তবে পরের ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরেছে শোচনীয়ভাবে। দুই ম্যাচেই মুদ্রার দুটি পিঠ দেখা বাংলাদেশ আজ তৃতীয় ম্যাচে মাঠে নামছে চলতি আসরে টানা দুই জয়ে দারুণ ছন্দে থাকা নিউজিল্যান্ডের বিপক্ষে। কিউইরা যেখানে দুই জয়ে আত্মবিশ্বাসী, বংলাদেশ সেখানে পিছিয়ে শেষ ম্যাচে ভরাডুবি হার এর সঙ্গে টপ অর্ডারের ব্যর্থতা। এমন অবস্থায় আজ চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে বংলাদেশ। আগে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফেরেন লিটন দাস।

আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন লিটন দাস ও তানজিদ হাসান তামিম। তবে শুরুটা ভালো করতে পারেনি টাইগার ওপেনাররা। ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফিরে গেছেন লিটন।

boult

ট্রেন্ট বোল্টের বলে ম্যাট হেনরির তালুবন্দী হন এ টাইগার ওপেনার। ১ বলে শূন্য রান করেন তিনি। তার বিদায়ে দ্বিতীয় উইকেটে এসেছেন মেহেদী হাসান মিরাজ। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন তামিম।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২ ওভারে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০ রান।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।