শৈলকুপায় ৩ ডাকাত গ্রেফতার
logo
ঢাকা, মঙ্গলবার, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শৈলকুপায় ৩ ডাকাত গ্রেফতার

আব্বাস আলী, ঝিনাইদহ
জুলাই ১০, ২০২১ ৫:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের শৈলকুপায় ডাকাতির ঘটনায় ৩ ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, শৈলকুপা উপজেলার মধুপুর গ্রামের মৃত তোয়াজ উদ্দিনের ছেলে আব্দুর রশিদ (৪৫), চন্ডিপুর গ্রামের বসীর উদ্দিনের ছেলে বিল্লাল আহম্মেদ (৩৫) ও বারইপাড়া গ্রামের আবেদ মোল্লার ছেলে হাসেম মোল্লা (৩৭)।

পুলিশ জানায়, গত ৯ই জুন রাতে শৈলকুপা উপজেলার চাঁদপুর ব্রীজের উত্তর পাশে পাট বোঝাই একটি ট্রাক ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত ১০ জনের মধ্যে ৭জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছিলো। উদ্ধার করা হয়েছিলো পাট ভর্তি ট্রাক।

ঘটনার সাথে জড়িত এই ৩জন আসামি পলাতক ছিলো। গত ৯ই জুলাই শুক্রবার রাতে চন্ডিপুর, বারইপাড়া ও নাটোর জেলার র‌্যাব ক্যাম্পের সামনে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। আসামীরা ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে জবানবন্দি দিয়েছে।আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।