শৈলকুপা স্কুল ছাত্রে ঝুলন্ত লাশ উদ্ধার
logo
ঢাকা, বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শৈলকুপা স্কুল ছাত্রে ঝুলন্ত লাশ উদ্ধার

আব্বাস আলী | ঝিনাইদহ জেলা প্রতিনিধি
এপ্রিল ১৮, ২০২১ ১১:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ শৈলকুপা মধ্যপাড়ায় দীর্ঘদিনের পরিত্যক্ত বাড়ি থেকে শনিবার রাতে মোঃ সোলাইমান (১৮) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোলাইমান গ্রামের মোঃ মুতালেব হোসেনের ছেলে।

বোনের সাথে কথা বলে জানাগেছে, সোলাইমান তার নিজ বাড়িতে ইফতারি করে নামাজের উদ্দেশ্যে শৈলকুপা শাহী মসজিদে যায়। তারাবির নামাজের আগে মসজিদে অনেকের সাথে দেখাও হয় তার।

স্থানিয়রা জানান, সোলাইমান লেখাপড়ার পাশাপাশি দিনমজুরের কাজ করতো। আজ রবিবার সকালে মধ্যপাড়া নদীর পাশে একটা পরিত্যক্ত বাড়িতে ঝুলন্ত অবস্থায় তাকে দেখাতে পায়।

শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, বিষয়টা স্থানিয়রা শৈলকুপা থানা পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা করে এবং ময়না তদন্তের জন্য লাশ ঝিনাইদহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।