সাপের কামড়ে একজনের মৃত্যু
logo
ঢাকা, শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সাপের কামড়ে একজনের মৃত্যু

তালতলী (বরগুনা) প্রতিনিধি
অক্টোবর ৬, ২০২২ ১১:১৩ অপরাহ্ণ
Link Copied!

বরগুনার তালতলীতে সাপের কামড়ে জাকির (৪০) নামে এক যুবককে মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর ) সকালে উপজেলার সোনাকাটা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত জাকির উপজেলার সোনাকাটা ইউনিয়নের ছোট আমখোলা গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকালে বাড়ির পাশে গুচ্ছ গ্রামে গেলে সেখান থেকে জাকিরকে একটি বিষধর সাপ কামড় দেয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে স্থানীয় ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করে।

সোনাকাটা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।