অর্থছাড় না করায় মার্কিন স্পিকার ও সিনেট নেতার বাড়িতে হামলা
logo
ঢাকা, মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

অর্থছাড় না করায় মার্কিন স্পিকার ও সিনেট নেতার বাড়িতে হামলা

আন্তর্জাতিক ডেস্ক | দৈনিক বিবর্তন
জানুয়ারি ৩, ২০২১ ৯:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

লাখ লাখ আমেরিকানদের জন্য অর্থছাড় না করায় যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি ও উচ্চকক্ষ সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাককনেলের বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। এসময় মিচ ম্যাককনেলের বাড়ির সামনে রঙিন কালি দিয়ে লেখা হয়, ‘আমাদের অর্থ কোথায়?’

স্থানীয় সময় শনিবার সকালে এ হামলার ঘটনা ঘটে। এর আগে শুক্রবার মার্কিন সিনেট অর্থছাড়ের বিষয়টি আটকে দিয়েছিল।

এমন হামলার কড়া জবাব দিয়েছেন মিচ ম্যাককনেল। তিনি বলেন, আমাদের সমাজে ভাঙচুর ও ত্রাসের রাজনীতির কোনো স্থান নেই। আমি এবং আমার স্ত্রী এসব নোংরা খেলায় ভয় পাই না।
পৃথক এ হামলা ও ভাঙচুরের ঘটনা তদন্ত করছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী। তবে এর পেছনে কারা আছে তা চিহ্নিত করা যায়নি।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।