সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
logo
ঢাকা, বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৫, ২০২১ ৮:১০ পূর্বাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের পাঁচলিয়া সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের প্রাথমিকভাবে পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোরে একটি রিকশা-ভ্যান যাত্রী নিয়ে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের পাঁচলিয়া পৌঁছে। তখন দ্রুতগামী একটি রড বোঝাই ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই থাকা তিনজন আরোহী মারা যায়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী বলেন,  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে,  নিহতরা সবাই স্থানীয় বাসিন্দা।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।