ঢাকায় আসছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী
logo
ঢাকা, মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকায় আসছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | দৈনিক বিবর্তন
ডিসেম্বর ২৭, ২০২০ ৯:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ জানুয়ারিতে ঢাকায় আসছেন। তার সফর নিয়ে দুই দেশেই চলছে প্রস্তুতি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ আগামী জানুয়ারির শেষ সপ্তাহে ঢাকা সফর করবেন। তবে দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। উভয়পক্ষ প্রস্তুতি নিতে শুরু করেছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে বাংলাদেশ থেকে কর্মী পাঠানো ও বাংলাদেশে সৌদি বিনিয়োগের বিষয়টি প্রাধান্য পাবে।

প্রসঙ্গত, ২০১৬ সালের মার্চে সৌদির তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবেইর ঢাকা সফর করেন। প্রায় ৫ বছর পর এবার সৌদির নতুন পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করবেন।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।