logo
ঢাকাবুধবার , ৩০ ডিসেম্বর ২০২০
 1. অর্থনীতি-ব্যবসা
 2. আইন ও আদালত
 3. আন্তর্জাতিক
 4. আবহাওয়া
 5. করোনা
 6. ক্যাম্পাস
 7. ক্রয় বিক্রয়
 8. খেলা
 9. গ্রামবাংলা
 10. চাকরি চাই
 11. জাতীয়
 12. জীববৈচিত্র
 13. তথ্যপ্রযুক্তি
 14. ধর্ম
 15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

স্কুল-কলেজ খুলছে ফেব্রুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক | দৈনিক বিবর্তন
ডিসেম্বর ৩০, ২০২০ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!

চলমান করোনা মহামারীর মধ্যেই অবশেষে স্কুল-কলেজ খুলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ফেব্রুয়ারি মাস থেকে সীমিত আকারে শিক্ষাপ্রতিষ্ঠান খুলা হবে বলে ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী বছরের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য সীমিত আকারে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেওয়া হয়েছে। এর মাধ্যমে ক্লাসরুমে বসিয়ে শিক্ষার্থীদের অসমাপ্ত সিলেবাস শেষ করে একটি প্রস্তুতিমূলক পরীক্ষা নেওয়া হবে। তার মধ্যে এ দুই স্তরের পরীক্ষার্থীদের পাবলিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রস্তুত করা হবে।

শিক্ষামন্ত্রী দীপু মনি আরও বলেন, ফেব্রুয়ারিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব হলে আগামী বছরের জুনে এসএসসি ও সমমান পরীক্ষা নেওয়া হবে। এরপর জুলাই-আগস্টে এইচএসসি পরীক্ষা আয়োজন করা হবে। তবে করোনা পরিস্থিরি কারণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সিলেবাস সংক্ষিপ্ত করে ক্লাস বসিয়ে তা পড়ানো হবে।’

প্রসঙ্গত, করোনা পরিস্থির মধ্যে ২০২১ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষা কবে হবে, তা নিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্টদের মনে প্রশ্ন ছিল। সেই শঙ্কা কাটাতে আজ করোনা পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা পেছানোর বিষয়ে জানালেন শিক্ষামন্ত্রী।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
%d bloggers like this: