স্ত্রীর মৃত্যুর খবর শুনে প্রাণ হারালেন স্বামী!
logo
ঢাকা, শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

স্ত্রীর মৃত্যুর খবর শুনে প্রাণ হারালেন স্বামী!

জেলা প্রতিনিধি | দৈনিক বিবর্তন
জানুয়ারি ১৫, ২০২১ ১০:০২ পূর্বাহ্ণ
Link Copied!

সন্তান জন্মের মাত্র ৭ দিনের মাথায় মারা গেছেন স্ত্রী। আর স্ত্রীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্বামী। বৃহস্পতিবার সকালে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রী নাদিয়া আক্তার কলি বেগমের (২০) মৃত্যুর খবর শুনে স্বামী মোস্তফা আকনের (২৭) আকস্মিক মৃত্যু হয়। ওই দম্পতির বাড়ি গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম বাঁশবুনিয়া গ্রামে। বৃহস্পতিবার দুপুরে জানাজা শেষে ওই দম্পতির লাশ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

নিহতের পরিবার জানায়, বুধবার রাতে স্ত্রী নাদিয়া আক্তার কলি অসুস্থ হলে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে স্বামী মোস্তফা আকন স্ত্রীর জন্য হাসপাতালের সামনের দোকানে ওষুধ কিনতে আসেন। এ সময় মোবাইল ফোনে স্ত্রীর মৃত্যুর খবর শুনে তিনিও মারা যান। গত ৮ জানুয়ারি তাদের একটি পুত্রসন্তান জন্ম হয়। জন্মের ৭ দিনের মাথায় ওই সন্তান বাবা-মাকে হারাল।

পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লতিফা জান্নাতি বলেন, ঘটনাটি শুনেছি। বিষয়টি খুবই মর্মান্তিক।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।