হজ গাইড নিয়োগ দেবে ধর্ম মন্ত্রণালয়
logo
ঢাকা, বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

হজ গাইড নিয়োগ দেবে ধর্ম মন্ত্রণালয়

বিবর্তন ডেস্ক
সেপ্টেম্বর ৬, ২০২৪ ১১:১৯ অপরাহ্ণ
Link Copied!

হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে, আগ্রহীদের আগামী ১৫ অক্টোবর ২০২৪ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।

আবেদনের শর্তাবলীর মধ্যে রয়েছে
১. প্রার্থীকে ন্যূনতম একবার পবিত্র হজ পালনের অভিজ্ঞতা থাকতে হবে।

২. প্রার্থীর বয়স ন্যূনতম ৩২ বছর ও সর্বোচ্চ ৬২ বছর। প্রার্থীকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে।

৩. প্রার্থীকে ন্যূনতম এসএসসি বা সমমান পাস হতে হবে।

৪. শুদ্ধভাবে পবিত্র কোরআন তিলাওয়াত ও হজের মাসআলা-মাসায়েল জানতে হবে।

৫. অন্যান্য যোগ্যতা থাকা সাপেক্ষে ৪৪ জন হজযাত্রী সংগ্রহকারী প্রার্থী অগ্রাধিকার পাবেন।

৬. প্রার্থীকে স্মার্টফোন, e-Hajj BD মোবাইল অ্যাপ ও হোয়াটসঅ্যাপ ব্যবহারে পারদর্শী হতে হবে।

৭. কঠোর পরিশ্রমী ও আচরণে বিনয়ী হতে হবে।

৮. আরবি ভাষায় পারদর্শী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

৯. সাক্ষাৎকারে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের প্রশিক্ষণে আবশ্যিকভাবে অংশগ্রহণ করতে হবে।

১০. এর আগে হজ গাইড হিসেবে দায়িত্বে অবহেলা বা শৃঙ্খলাভঙ্গের কারণে অভিযুক্ত ব্যক্তির আবেদন বাতিল বলে গণ্য হবে।

১১. সাক্ষাৎকারে উপস্থিতির জন্য প্রার্থীকে কোনও প্রকার টিএ/ডিএ দেওয়া হবে না।

আবেদন করবেন যেভাবে
আগ্রহীদের আগামী ১৫ অক্টোবরের মধ্যে হজ পোর্টালের www.hajj.gov.bd/hajjguide ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদনের বিষয়ে ১৬১৩৬ নম্বরে ফোন করে প্রয়োজনীয় তথ্য জানা যাবে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।