হরতাল : রোববার ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত
logo
ঢাকা, মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

হরতাল : রোববার ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত

বিবর্তন ডেস্ক
অক্টোবর ২৮, ২০২৩ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

হরতালের কারণে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) মাধ্যমে পরিচালিত রোববারের সব ধরনের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ কমিটি রাষ্ট্রীয় মালিকানার সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষার সাচিবিক দায়িত্ব পালন করে।

শনিবার (২৮ অ‌ক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক এ তথ্য জা‌নি‌য়ে‌ছেন।

তিনি বলেন, অনিবার্য কারণে ব্যাংকার্স সিলেকশন কমিটির রোববারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সং‌শ্লিষ্ট কর্মকর্তা বলেন, হরতালের কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে। যাতে পরীক্ষা দিতে এসে কারো ক্ষয়-ক্ষতি না হয়। এ জন্য আগামীকালের পরীক্ষা স্থগিত করা হয়।

এদিন রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ থেকে রোববার সারাদেশে হরতালের ডাক দেয় বিএনপি। এরপর সন্ধ্যায় নিয়োগ পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক।

আট ব্যাংক ও এক আর্থিক প্রতিষ্ঠান ২০২০ সাল ভিত্তিক ‘সিনিয়র অফিসার (জেনারেল)’ এর ১ হাজার ৬৯টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা নেওয়া শুরু হয়েছে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।