logo
ঢাকাশুক্রবার , ১৯ নভেম্বর ২০২১

হাতমুখ ধুতে গিয়ে এখনো ফেরেনি আকাশ

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৯, ২০২১ ১১:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

প্রতিদিনের মতো ঘুম ভেঙে গোয়াল ঘরের গরু নামিয়ে ছেলেকে ঘুম থেকে তোলেন খোকন খান। বুধবারও (১৭ নভেম্বর) ছেলে আকাশ খানকে ঘুম ভাঙিয়ে হাত-মুখ ধুতে পাঠান। আকাশ ঘর থেকে বের হয়। এরপর আর ফিরে আসেনি।

ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ৫ নম্বর ওয়ার্ড মোহাম্মদপুর এলাকায়। এ ঘটনায় বৃহস্পতিবার (১৮ নভেম্বর) মেট্রোপলিটন কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছে খোকন খান।

তিনি জানান, ওই এলাকার হযরত শাহজালাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র আকাশের বয়স ১১ বছর।

তিনি বলেন, বুধবার থেকে সম্ভাব্য সকল স্থানে খুঁজেছি। কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। নিখোঁজের সময় এক‌টি জ্যাকেট ও লুঙ্গি পরা ছি‌ল আকাশের।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল ক‌রিম ব‌লেন, ‌নি‌খোঁজ ছা‌ত্রের সন্ধা‌নে সব থানায় মে‌সেজ দেওয়া হ‌য়ে‌ছে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।