হারুনের জায়গায় নতুন এডিসি
logo
ঢাকা, মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

হারুনের জায়গায় নতুন এডিসি

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১২, ২০২৩ ১:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার এক কর্মকর্তাকে রমনা বিভাগের এডিসি (রমনা জোন) হিসেবে পদায়ন করা হয়েছে

সোমবার (১১ সেপ্টেম্বর) ডিএমপি মিডিয়া আ্যন্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার (১০ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এই পদায়ন করা হয়।

আদেশে ডিবি-মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিমের এডিসি শাহ্ আলম মো. আখতারুল ইসলামকে রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (রমনা জোন) হিসেবে পদায়ন করা হয়েছে।

এর আগে ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতাকে মারধরের ঘটনায় রমনা বিভাগের এডিসি হারুন অর রশীদকে প্রথমে পিওএম এবং পরে এপিবিএনে বদলি করা হয়। সবশেষ সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাবির ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম এবং বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাবির শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিমকে শাহবাগ থানায় নিয়ে নির্যাতনের অভিযোগ ওঠে এডিসি হারুন অর রশিদের বিরুদ্ধে। নারীঘটিত একটি ঘটনার জেরে তাদের মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।

শাহবাগ থানায় নিয়ে নির্যাতনের পর ছাত্রলীগের ওই দুই নেতাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে এ ঘটনার জেরে সেই রাতেই শাহবাগ থানার সামনে ভিড় করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুলিশের কর্মকর্তারা থানায় গিয়ে মধ্যরাতে ঘটনাটি মীমাংসা করেন।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।