২৪ হাজার টাকা প্রিমিয়াম দিয়ে গ্রাহকের মৃত্যু, বীমা দাবি পেলেন ১লাখ১৬হাজার টাকা
logo
ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

২৪ হাজার টাকা প্রিমিয়াম দিয়ে গ্রাহকের মৃত্যু, বীমা দাবি পেলেন ১লাখ১৬হাজার টাকা

তালতলী (বরগুনা) প্রতিনিধি
আগস্ট ২৭, ২০২৩ ১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

পরিবারের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার কথা ভেবে এনআরবি ইসলামিক লাইফ ইনসুরেন্সে লিমিটেডের একটি বীমা পলিসি কিনেছিলেন বরগুনার তালতলী উপজেলার ছাতন পাড়া গ্রামের বাসিন্দা মোসাঃ হাফসা আক্তার ।

১৫ বছর মেয়াদী এই বীমা পরিকল্পের মাসিক প্রিমিয়াম ছিল ১ হাজার টাকা। পলিসিপত্র পূরণের পর ২৪ মাসের কিস্তি পরিশোধ করেন হাফসা আক্তার । এরপরই চলতি বছর রমজান মাসে ইন্তেকাল করেন বন্ধ হয়ে যায় তার বীমা পলিসি।

হাফসা আক্তারের মৃত্যুর পর ওই পলিসির নমিনি পিতা আ.রব মাওলানা  মৃত্যুদাবি উত্থাপন করেন এনআরবি ইসলামিক লাইফ ইনসুরেন্সে লিমিটেডের।

বীমা কোম্পানিটি জানিয়েছে, ১হাজার’ টাকা প্রিমিয়াম দিয়ে হাফসা আক্তারের  মৃত্যু হলেও তার বীমা দাবি দাঁড়ায় ১লাখ ১৬ হাজার ২৫০ টাকা বীমা দলিল ও সংশ্লিষ্ট প্রয়োজনীয় সকল কাগজপত্র জমা নেয়ার পর কোম্পানিটি এই বীমা দাবি পরিশোধের সিদ্ধান্ত নেয়।

এ উপলক্ষ্যে আজ শুক্রবার (রোববার ২৭ আগষ্ট ) এন আর বি ইসলামিক লাইফ ইনসুরেন্সের লিমিটেডের জোনাল অফিস মালিপাড়া অফিসে আয়োজন করা হয় মৃত্যুদাবির চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,এন আরবি ইসলামিক লাইফ ইন্সুইরেন্স  লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক ও সিইও মো:শাহজামাল হাওলাদার।বীমা গ্রাহক মরহুমা হাফসা আক্তারের পিতা নমিনি পিতা আ.রব মাওলানা ১লক্ষ১৬ হাজার ২৫০ টাকার মরনোত্তর বীমা দাবির চেক হস্তান্তর করেন।

এন আর বি ইসলামী লাইফের জোনজ রুস্তম আলীর সভাপতিত্বে ও ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো:দোলোয়ার হোসাইনের সঞ্চালনায়।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,সিনিয়ার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট,মো.শহিদুল ইসলাম,  এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট  মো:ফোরকান আহম্মেদ, বেগম নুর জাহান  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের (সাবেক) প্রধান শিক্ষক আনিসুর রহমান (শানু)তালতলী  ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম)মোসা:ময়না আক্তার, ছোটবগী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য, এনায়েত পিয়াদা, বড়বগী সাবেক সংরক্ষিত ইউপি সদস্য, কামরুন্নাহার (সাথী)।

অনুষ্ঠানের প্রধান অতিথি  সিইও মো:শাহজামাল হাওলাদার বলেন, আজকে আমাদের সম্মানিত গ্রাহকের মৃত্যুদাবির চেক তার নমিনির হাতে পৌঁছাতে পেরে আমরা গর্বিত। আমরা মনে করি এই দাবি পরিশোধ আপনাদের কাজকে আরো সহজ করবে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।