৩য় বারের মতো বিয়ে করলেন অভিনেত্রী শমী কায়সার
logo
ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

৩য় বারের মতো বিয়ে করলেন অভিনেত্রী শমী কায়সার

বিনোদন ডেস্ক | দৈনিক বিবর্তন.কম
অক্টোবর ১০, ২০২০ ২:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার আবারও বিয়ে করেছেন। এবার তিনি ব্যবসায়ী রেজা আমিনকে বিয়ে করেছেন। বন্ধুত্বের মাধ্যমে তাদের মধ্যে সম্পর্কের সূত্রপাত হয়। এবার বিয়ের মাধ্যমে ভালোবাসার পরিপূর্ণতা পেয়েছে।

জানা গেছে, শমী কায়সারের তৃতীয় বিয়ে এটি। এর আগে ১৯৯৯ সালে পশ্চিমবঙ্গের চিত্রনির্মাতা রিঙ্গোকে বিয়ে করেন শমী কায়সার। তাদের সংসারের স্থায়িত্ব ছিল দুই বছর। নানা কারণে তাদের মধ্যে দূরত্ব বেড়ে গেলে সেই বিয়ে ভেঙে যায়। এরপর শমী বিয়ে করেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আরাফাতকে। সেই সম্পর্কও বেশিদিন টিকেনি। এবার তিনি বিয়ে করলেন তার বন্ধু রেজাকে। বিয়েতে দুই পক্ষের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন বলে শমী কায়সারের ঘনিষ্ট এক মিডিয়াকর্মী নিশ্চিত করেছেন।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।